Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে সমবায় বিভাগ

বিভাগীয় প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা-৫২৬টি

বিভাগীয় কার্যকর সমিতির সংখ্যা-১৩৬টি,অকার্যকর-১৩৮টি,সিআইজি ভুক্ত সমিতির সংখ্যা-২৫২টি।

১। মিশন ও ভিশনঃ টেকসই ও উৎপাদনমুখী সমবায় সমিতি গঠণ ও নিবন্ধনের মাধ্যমে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি।

 

২। কর্মকর্ত/ কর্মচারীর নাম ও পদবীঃ

মোহাম্মদ আবদুল গফুর, উপজেলা সমবায় কর্মকর্তা।

                                                                   কর্মচারীঃ

                                                                  পঙ্কজ কান্তি সরকার, সহকারী পরিদর্শক।

                                                                   মোঃ জিলস্নুর রহমান, সহকারী পরিদর্শক।

                                                                    আবু সাদত মোঃ শাইখ,অফিস সহকারী

                                                                   মোঃ জাকির হোসেন, অফিস সহায়ক।

 

৩। সিটিজেন চার্টারঃ

ক) সমবায় সমিতি গঠন ও নিবন্ধন।

খ) আশ্রয়ন প্রকল্পে ঋন বিতরন আদায় ও আশ্রয়নবাসির কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যাবতীয় সুবিদা নিশ্চিত করা।

গ) সমবায় সমিতির বার্ষিক অডিট সম্পাদন ও নিয়মিত পরিদর্শন।

ঘ) সমবায় সমিতির বিরোধ নিস্পত্তি।

ঙ) সমবায়ীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান।

চ) উপআইন সংশোধন।

ছ) সমবায় সমিতির নির্বাচন ও বার্ষিক সাধারন সভা সময়মত করার নিশ্চত করা।

 

৪। সেবার তালিকাঃ

ক) সমবায় সমিতির টেকসই উন্নয়নে যাবতীয় সেবা প্রদান।

খ) সমবায় সমিতির বার্ষিক অডিট সম্পাদন ও নিয়মিত পরিদর্শন।

গ) সমবায়ীদের বিভিন্ন ট্রেডে প্রশিÿন প্রদান।

ঘ) সমবায় সমিতির নির্বাচন অনুষ্টান করা।

ঙ) দরিদ্র ও পিছিয়েপড়া জনগনকে একত্রিত করে সমবায় সমিতি গঠনের মাধ্যমে তাদের মধ্য সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা।

 

 

 

৫। আমাদের অর্জন সমুহঃ

অত্র উপজেলায় দুটি কেন্দ্রীয় সমবায় সমিতি ও তিনশ পঞ্চাশটি প্রাথমিক সমবায় সমিতি এবং বিআরডিবি ভূক্ত তিনশ একচলিস্নশটি কৃষক সমবায় সমিতির কার্যক্রম চলমান রয়েছে। অত্র উপজেলায় মোট সমবায়ীর সংখ্যা ৪৫০০০ হাজার এর উপরে। উলেস্নখিত সমবায় সমিতিগুলোর নিজস্ব মুলধনের পরিমান প্রায় ৪০,০০০০০০০ (চলিস্নশ) কোটি টাকার উপরে। তাছাড়া এই সমিতিগুলোতে উপকার ভোগী পরিবারের সংখ্যা প্রায় ১৫০০০ হাজার এবং বেতনভুক্ত কর্মসংস্থান হয়েছে প্রায় ৪৫০ জন শিক্ষিত বেকার যুবক যুবতীর। এবং এসমসত্ম সমবায় সমিতির প্রায় ৪০০০ হাজার সমবায়ীকে বিভিন্ন উন্নয়ন মুখী ট্রেডে প্রশিক্ষিত করা হয়েছে তাছাড়া উলেস্নখিত সমিতিগুলো অত্র বছরে সরকারী কোষাগারে প্রায় ২০০০০০ (দুই) লক্ষ টাকা রাজস্ব প্রদান করেছে।

 

৬। চলমান প্রকল্প সমুহঃ

আশ্রয়ন প্রকল্প, ক্ষুদ্রঋন প্রকল্প, হাসমুরগি ও গবাদী পশুপালন প্রকল্প, হস্থশিল্প ও তৈজসপত্র তৈরী প্রকল্পসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রকল্প অত্র উপজেলায় বিদ্যমান রয়েছে।

 

 

৭) এ পি এঃ

ফুলপুর উপজেলা সমবায় দপ্তর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) শতভাগ বাসত্মবায়নের প্রচেষ্টায় সচেষ্ট। ইতমধ্যে ২০২১-২০২২ সনের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির  বাসত্মবায়ন শতভাগ নিশ্চিত করার লক্ষে কাজ শুরু হয়েছে।