আমাদের অর্জন সমুহঃ
অত্র উপজেলায় দুটি কেন্দ্রীয় সমবায় সমিতি ও তিনশ পঞ্চাশটি প্রাথমিক সমবায় সমিতি এবং বিআরডিবি ভূক্ত তিনশ একচলিস্নশটি কৃষক সমবায় সমিতির কার্যক্রম চলমান রয়েছে। অত্র উপজেলায় মোট সমবায়ীর সংখ্যা ৪৫০০০ হাজার এর উপরে। উলেস্নখিত সমবায় সমিতিগুলোর নিজস্ব মুলধনের পরিমান প্রায় ৪০,০০০০০০০ (চলিস্নশ) কোটি টাকার উপরে। তাছাড়া এই সমিতিগুলোতে উপকার ভোগী পরিবারের সংখ্যা প্রায় ১৫০০০ হাজার এবং বেতনভুক্ত কর্মসংস্থান হয়েছে প্রায় ৪৫০ জন শিÿÿত বেকার যুবক যুবতীর। এবং এসমসত্ম সমবায় সমিতির প্রায় ৪০০০ হাজার সমবায়ীকে বিভিন্ন উন্নয়ন মুখী ট্রেডে প্রশিÿÿত করা হয়েছে তাছাড়া উলেস্নখিত সমিতিগুলো অত্র বছরে সরকারী কোষাগারে প্রায় ২০০০০০ (দুই) লÿ টাকা রাজস্ব প্রদান করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস