Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিষয়: অন্বেষা কর্ম সংস্থান বহুমুখী মবায় সমিতি লি: এর ২০২০-২০২১খ্রি;সনের অডিট সম্পাদন নোটিশ প্রসংগে।
বিস্তারিত

 বিষয়:অন্বেষা কর্ম সংস্থান বহুমুখী সমবায় সমিতি লি: এর ২০২০-২০২১খ্রি;সনের অডিট সম্পাদন নোটিশ প্রসঙ্গে।

  উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, সমবায় সমিতি আইন ২০০১ সংশোধিত ২০০২ ,২০১৩ এর ৪৩(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে নিমণস্বারকারী কর্তৃক আগামী ০৫/০৯/২০২১ ইং তারিখ  সকাল ১০.০০ ঘটিকার সময় সমিতির কার্যালয়ে ২০২০-২০২১ ইং সনের বার্ষিক অডিট কার্য আরম্ভ করা হবে।নির্ধারিত দিনে ও স্থানে সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ১০২ (১) বিধান মতে সমিতি ০১/০৭/২০ ইং হতে ৩০/০৬/২১ ইং তারিখ   পর্যন্ত  ম্যানুয়েল অনুযায়ী (ক) নগদ প্রবাহ বিবরনীর নোট (খ) নগদ প্রবাহ বিবরনী (গ) রেওয়ামিল (ঘ) লাভ ক্ষতির নোট (ঙ) লাভ ক্ষতির হিসাব (চ) উদ্বৃত্তপত্রের নোট (ছ) ৩০/০৬/২১ ইং তারিখের উদ্বৃত্তপত্র (জ) ৩০/০৬/২১ ইং তারিখের ব্যাংক হিসাব (ঝ) ৩০/০৬/২১ ইং তারিখের সদস্যদের ডিটেল লিস্ট (সংযুক্ত) অন্যান্য বিবরনী ( যদি থাকে)০৩ (তিন ) প্রস্থ করে অডিট ম্যানুয়েল অনুযায়ী প্রণয়ন করে সমিতির যাবতীয় হিসাব ও হিসাবের রের্কডপত্রাদি অডিটের নিমিত্তে নিন্ম স্বাক্ষরকারীর নিকট  উপস্থাপন করার জন্য অনুরোধ করা হলো।এতদসঙ্গে সংযুক্তঃ অডিট বিজ্ঞপ্তি  ব্যাপক প্রচারের লক্ষ্যে পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করবেন।

 ইহা সংবিধিবদ্ধ ও জরুরী।

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/09/2021
আর্কাইভ তারিখ
30/12/2021